১০ টাকায় ইলিশের পর এবার ১ টাকায় পাওয়া যাবে গরুর মাংস

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল আবারও আলোচনায়। এবার তিনি মাত্র ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। এর আগে ১০ টাকায় ইলিশ বিক্রি করে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্টার ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়- রায়হান জামিল আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় কেজি গরুর মাংস বিতরণ করবেন। তার পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হচ্ছে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।
রায়হান জামিল জানান, “আমরা ইতোমধ্যে ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের তালিকা করেছি। তালিকা অনুযায়ী প্রত্যেককে টোকেন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট স্থানে ১ টাকায় মাংস বিতরণ করা হবে।”
বিজ্ঞাপন

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ বিতরণের আয়োজন করেছিলেন তিনি। ওই সময় খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় করেন। পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে জনতার চাপে স্থান ত্যাগ করতে বাধ্য হন রায়হান জামিল।
তার এমন ব্যতিক্রমী কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ একে দরিদ্রদের সহায়তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি নির্বাচনী প্রচারণার নতুন কৌশল।