অভয়নগরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

যশোর খুলনা মহাসড়কের মহাকাল মাইলপোষ্ট ব্রিজের পাশে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী সবজি বিক্রেতা মো: কালাম খান (৫৫) গুরুতর আহত হয়।
বিজ্ঞাপন
স্থানীয় লোকজন নওয়াপাড়া হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত কালাম খানকে উদ্ধার করে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কালাম প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মৃত আনসার খানের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ট্রাকের ধাক্কায় কালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই একই এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা রোধে কোনো পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, প্রায়ই সড়ক দুঘটনার কারণে ইতোমধ্যে আমরা টহল বাড়িয়ে দিয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।