Logo

অভয়নগরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
যশোর
২১ অক্টোবর, ২০২৫, ১৫:০৫
8Shares
অভয়নগরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
নিহত

যশোর খুলনা মহাসড়কের মহাকাল মাইলপোষ্ট ব্রিজের পাশে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী সবজি বিক্রেতা মো: কালাম খান (৫৫) গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন নওয়াপাড়া হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত কালাম খানকে উদ্ধার করে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কালাম প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মৃত আনসার খানের ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ট্রাকের ধাক্কায় কালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই একই এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা রোধে কোনো পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, প্রায়ই সড়ক দুঘটনার কারণে ইতোমধ্যে আমরা টহল বাড়িয়ে দিয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD