Logo

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯১ নেতা-কর্মী

profile picture
জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর, ২০২৫, ১৪:৫৬
43Shares
জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯১ নেতা-কর্মী
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কাদীপুর গ্রামে বিএনপি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ৯১ নেতা-কর্মী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে হাউলি ইউনিয়ন জামায়াত ও উপজেলা যুব বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তারা।

অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন স্থানীয় বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলাম।

জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি বলেন, “নতুন যারা জামায়াতে এসেছেন, তারা সত্য, ন্যায় ও হালাল জীবনের পথে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবেন—এই আশাই আমাদের প্রেরণা।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী ও যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলায় বিএনপি থেকে জামায়াতে যোগদানের প্রবণতা ক্রমেই বাড়ছে। এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন এবং তারও আগে প্রায় চার শতাধিক কর্মী একইভাবে জামায়াতে যোগ দেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD