Logo

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কক্সবাজার
২৮ অক্টোবর, ২০২৫, ১৫:১২
11Shares
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি।

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। গাছের একটি ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে থাকায় তা সরাতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫)। তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া বাজার সংলগ্ন নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন।

এদিকে, স্থানীয় ইউপি সদস্য মো. আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, এলাকায় ঝুলন্ত ও খোলা বিদ্যুৎ তারের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD