থরঘাটায় ছাত্রদলের উদ্যোগে সড়ক পরিচ্ছন্নতা অভিযান

বরগুনার পাথরঘাটায়, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সড়কের পাশে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় পাথরঘাটা মঠবাড়িয়া মহাসড়কে দুই পাশে তালতলা ব্রিজ এলাকা থেকে সিএন্ডবি পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক, মো. খাইরুল ইসলাম শরিফ, কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুবর রহমান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রিয়াদুল ইসলাম
বিজ্ঞাপন
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাহিদ গাজী, কলেজ ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দ। এছাড়াও কাঠালতলী, চরদুয়ানী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ নাচনাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাহাবুব হোসেন, চরদুয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে, বিভিন্ন মোড়ে ও ব্রিজের পাশে অবাঞ্ছিত ঝোপঝাড়, ময়লা আবর্জনা থেকে শুরু করে সড়কের আগাছা পরিষ্কার করেন। এতে সড়কে ব্যবহার কারীদের দুর্ভোগ কমেবে।
আরও পড়ুন: অভয়নগরে ফেনসিডিলসহ নারী মাদক কারবারী আটক
বিজ্ঞাপন
উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন,আমরা ছাত্রদল বিশ্বাস করি রাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়, সামাজিক কাজেও থাকতে হবে অগ্রণী ভূমিকা। তারি ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের বিভিন্ন মোড়, রাস্তার পাশের ঝোপঝাড় ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। উপজেলা জুড়ে এই কর্মসূচি চলমান থাকবে।
এ ছাড়া উপজেলা জুড়ে আরো বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন তারা।








