Logo

সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
51Shares
সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক তুহিন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।বৃহস্পতিবার গভীর রাতে...

বিজ্ঞাপন

সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক তুহিন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।বৃহস্পতিবার গভীর রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে । এ ঘটনার পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শাশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ধর্ষক তুহিন হোসেন (২৮) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসল শেষ করে ঘরের মধ্যে জামাকাপড় বদলানোর সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক তুহিন ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে পড়ে। এরপর তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অর্ধ পরিহিত শাড়ি দিয়ে মুখ পেচিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। নির্যাতিতা গৃহবধূর চিৎকার শুনে তার স্বজনরা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক তুহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শ^াশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটির বিষয়ে র‌্যাব-৬ এর সাতক্ষীর ক্যাম্পের একটি আভিযানিক দল এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী ধর্ষক তুহিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে গ্রেপ্তার করেন।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামী তুহিন হোসেনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD