Logo

শাহজাদপুরে সড়কের বেহাল দশা

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৬ অক্টোবর, ২০২৫, ১২:২৮
24Shares
শাহজাদপুরে সড়কের বেহাল দশা
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা-গুধিবাড়ী সড়ক নয়, যেন পরিণত হয়েছে মরণফাঁদে! যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।

বিজ্ঞাপন

উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজার থেকে গুধিবাড়ী হয়ে লোহিন্দাকান্দি গ্রামে যাওয়া একমাত্র আঞ্চলিক সড়ক হওয়ায়, এটি খুব গুরুত্বপূর্ণ সড়ক হয় উঠেছে। সড়কটি পোরজনা ইউনিয়নের জামিরতা উত্তর-পূর্বপাড়া, কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া, গুধিবাড়ী, লোহিন্দাকান্দি ও জাফরগঞ্জ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে থাকে। তবে বিভিন্ন যায়গা সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই আঞ্চলিক সড়কটি। কয়েকটি গ্রামের এই একটি পাঁকা সড়ক হওয়ায় ঝুঁকি নিয়ে হলেও প্রতিদিন যাতায়াত করে থাকে কয়েক হাজার মানুষ।

ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় মাঝে মধ্যেই দুর্ঘটনায় পরতে হয়। যে কোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জামিরতা গ্রামের আব্দুল্লাহ আল মামুন, রাজীব শেখ, জাহাঙ্গীর আলম, গুদিবাড়ী গ্রামের হোসেন মোল্লা, বাদল মোল্লা ও লোহিন্দাকান্দি গ্রামের মামুন, সেলিম আলি জানান এবং এটি কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য ছোট গাড়ি চলাচলের জন্য এই সড়কটি করা হয়। তবে মাঝে মধ্যে ভাড়ি যানবাহন চলাচলের কারণে অনেক যায়গায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সময় ব্যাটারি চালিত অটোরিকশার স্কেল ভেঙে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। জামিরতা বাজার থেকে জামিরতা সরকারবাড়ি পর্যন্ত ছোট বড় প্রায় ৮ থেকে ১০ যায়গা ভেঙে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। এই সড়ক দিয়ে তাঁত শিল্পের প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের দাবি জানান এলাকাবাসী।

এ শাহজাদপুর উপজেলা প্রোকৌশলী এ,এইচ,এম, কামরুল হাসান রনী ও উপ-সহকারী প্রকৌশলী (নক্সাকার) মো: আমির ফারুক সরকার বলেন, সড়কটি সংস্কারের বর্তমান কোনো প্রকল্প অনুমোদন নেই। যত দ্রুত সম্ভব কোনো প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত সময়ের মধ্যেই সড়কটি সংস্কার করা হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান জানান, পোরজনা ইউনিয়ন পরিষদের প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD