সাংবাদিক লাবনী আক্তারের ২৯তম জন্মদিন উদযাপিত

গাজীপুরের কাশিমপুরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার কাশিমপুর-কোনাবাড়ি প্রতিনিধি সাংবাদিক লাবনী আক্তারের ২৯তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) রাতে কাশিমপুর থানা প্রেসক্লাবের অডিটোরিয়ামে সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিনের আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানস্থলটি রঙিন বেলুন ও আলো দিয়ে সাজানো হয়েছিল। পুরো সময় উপস্থিতরা হাসি-আনন্দে মেতেছিলেন এবং লাবনী আক্তারের সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই লাবনী আক্তারের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।
লাবনী আক্তার ১৯৯৬ সালের ১৫ অক্টোবর গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তিন কন্যার মধ্যে মেজো। ছোটবেলা থেকেই মেধাবী ও সাহসী লাবনী লেখালেখি, সমাজসেবা এবং সাংবাদিকতার প্রতি আগ্রহী ছিলেন।
বিজ্ঞাপন
বর্তমানে তিনি পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যায়যায়দিন পরিবারের একজন পরিচিত মুখে পরিণত হয়েছেন। সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি তিনি নারী সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবেও প্রশংসিত।
অনুষ্ঠান শেষ হয় কেক কাটা ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে। উপস্থিত সকলের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন সম্পন্ন হয়।
সকলের প্রার্থনা, লাবনী আক্তারের জীবন হোক আলোকিত, হাসিখুশি এবং সাফল্যময়।