Logo

আড়াইহাজারে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৬ অক্টোবর, ২০২৫, ১৫:২৯
7Shares
আড়াইহাজারে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সাতগ্রাম ইউনিয়েেনর রসুলপুর এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাতেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার পিতা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা একাধিক সূত্র জানায়, সাতগ্রাম ইউনিয়র যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়ার সঙ্গে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহে দুই গ্রুপের কয়েকজনের সঙ্গে বাক বিতণ্ডার জের ধরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের অনুসারীরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৬ জন আহত হয়।

এদের মধ্যে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তার পিতা আব্দুল বাতেন মিয়া গুরুতর জখম হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মিয়া মারা যায়। তার ছেলে আজিজুল হকে অবস্থাও আশঙ্কাজনক বলে স্বজনরা জানায়।

বিজ্ঞাপন

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD