সুন্দরবনে ২২টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের আওতাধীন ঘাগড়ামারী এলাকায় ২২টি হরিণ শিকারের ‘সিটকা’ ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।
বিজ্ঞাপন
অভিযানের সময় “প্যারালাল লাইন সার্চ” পদ্ধতিতে জঙ্গলে ফুট পেট্রোলিং চালানো হয়। এ সময় ঘাগড়ামারী খালের সাইট ও লক্ষ্মীখালী খালের পাশ থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা ফাঁদগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি ছিল নিয়মিত টহল কার্যক্রমের অংশ, যার মাধ্যমে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, ‘সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় সতর্ক আছি। ঘাগড়ামারী টহল ফাঁড়ির স্টাফরা যে সততা ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা অন্যান্য টহল ফাঁড়িগুলোকেও একইভাবে নিয়মিত ফুট পেট্রোলিং চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।







