Logo

সুন্দরবনে ২২টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগেরহাট
৩০ অক্টোবর, ২০২৫, ১৫:৩১
74Shares
সুন্দরবনে ২২টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার
ছবি: প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের আওতাধীন ঘাগড়ামারী এলাকায় ২২টি হরিণ শিকারের ‘সিটকা’ ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

বিজ্ঞাপন

অভিযানের সময় “প্যারালাল লাইন সার্চ” পদ্ধতিতে জঙ্গলে ফুট পেট্রোলিং চালানো হয়। এ সময় ঘাগড়ামারী খালের সাইট ও লক্ষ্মীখালী খালের পাশ থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা ফাঁদগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি ছিল নিয়মিত টহল কার্যক্রমের অংশ, যার মাধ্যমে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, ‘সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় সতর্ক আছি। ঘাগড়ামারী টহল ফাঁড়ির স্টাফরা যে সততা ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা অন্যান্য টহল ফাঁড়িগুলোকেও একইভাবে নিয়মিত ফুট পেট্রোলিং চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD