Logo

গ্যাস না থাকায় রাস্তার পাশে লাকড়ি দিয়ে রান্না

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
৩১ অক্টোবর, ২০২৫, ১৪:২৫
14Shares
গ্যাস না থাকায় রাস্তার পাশে লাকড়ি দিয়ে রান্না
ছবি: প্রতিনিধি

রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্দর নগরী নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ। এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এতে চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। গ্যাস না থাকায় রান্না করতে পারছে না মানুষ।

ব্যাচেলাররা হোটেলে খাবার খেয়ে নিলেও ফ্যামিলি বাসার সদস্যরা পড়েছেন চরম বিপাকে। যার ফলে অনেকেই বাধ্য হয়ে রাস্তার পাশে আগের যুগের মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে দেখা গেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাংরোড হিরাঝিল এলাকায় গিয়ে দেখা যায়, এক মধ্য বয়স্ক ব্যাক্তি বাসায় গ্যাস না থাকায় রাস্তার পাশে আগের মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছেন।

বিজ্ঞাপন

কামাল হোসেন নামের ওই ব্যাক্তি জানান, তিনদিন ধরে গ্যাস নেই। কি করব? খেয়ে তো বাঁচতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই রাস্তার পাশে মাটির চুলায় লাকড়ি দিয়ে আগুন ধরিয়েছি। যেটুকু পারি রান্না করে জুমার পর দুপুরে স্ত্রী সন্তান নিয়ে খাওয়া দাওয়া করব।

তিনি বলেন, ‘এভাবে তিনদিন একটানা গ্যাস না থাকলে আমাদের না খেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ তিনদিন তিন বেলা করে হোটেলে গিয়ে খাবার খাওয়ার মতো আর্থিক অবস্থা আমাদের নেই। তাই বাধ্য হয়ে রাস্তার পাশে লাকড়ির চুলায় রান্না বসিয়েছি ক্ষুদা নিবারণ করার জন্য।

বিজ্ঞাপন

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কাঁচপুরসহ আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

হারিপুর ভাউলত স্টেশন মডিফিকেশনসহ গ্যাসলাইনের উন্নয়ন ও সংযোগ স্থাপনের কাজ চলবে। এতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে সাময়িকভাবে বঞ্চিত হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের সময় এবং পুনরায় চালু হওয়ার আগে গ্যাসের চুলা ও সংযোগের সব বাল্ব বন্ধ রাখতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD