Logo

পাইকগাছায় নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
খুলনা
২ নভেম্বর, ২০২৫, ১৭:০১
29Shares
পাইকগাছায় নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
ছবি প্রতিনিধি।

খুলনার পাইকগাছা শিবসা নদীর চর থেকে হাত পা বাঁধা রিপন মাখালকে (৩৫) উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) ভোর ৬ টার দিকে স্থানীয়রা মাছ ধরতে গেলে নদীর চরে উবুড় অবস্থায় একজনকে দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে রিপন মাখালকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রিপনের হাত ও পায়ের হাঁটুর নিচে রশি দিয়ে বাঁধা ছিল। তিনি পৌর সভার ৭ নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়া মিখাইল মাখালের পুত্র।

বিজ্ঞাপন

রিপনের পিতা মিখাইল মাখাল জানান, জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনের ঘর নিয়ে রিপনের সাথে তার চাচাতো ভাই রকি মাখাল ও শশুর আগষ্টিন সরকারের মধ্যে কয়েক দিন ধরে বিবাদ চলছিল। বিষয়টি ঘরবাড়ি নিয়ে মতবিরোধের কারণে উভয়পক্ষের মধ্যে ঝগড়া তৈরি হয়েছিল।

উদ্ধারকালে রিপনের গায়ে গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা ছিল। এই ঘটনার পর পাইকগাছা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন, কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছে তা দ্রুত উদঘাটন করা হোক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরপদ জানান, রিপন বর্তমানে সুস্থ আছেন। তবে পূর্ণভাবে জ্ঞান ফিরতে কিছু সময় লাগবে।

বিজ্ঞাপন

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার সত্যতা উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD