পাষণ্ড বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল তিন বছরের তোহার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই গ্রামে পাষণ্ড বাবার ছুরিকাঘাতে প্রাণ গেছে তিন বছরের তোহা খাতুনের।
বিজ্ঞাপন
রবিবার (২ নভেম্বর) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তোহা মুক্তার আলী ও রুমি আক্তার দম্পতির একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি।
বিজ্ঞাপন
রাতের নীরবতায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে ধারালো ছুরি চালান। তোহার বুক ও পেটে গভীর আঘাত লাগে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত তোহাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান, শিশুটি আগেই মারা গেছে।
ঘটনার পর মুক্তার আলী পালিয়ে যান। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পলাতক বাবাকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছে।
বিজ্ঞাপন
ঘাটাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সজল খান বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুক্তার আলী শিশুটিকে হত্যা করেছে। তাকে আটকের চেষ্টা চলছে।”
তোহার মৃত্যুতে কাইতকাই গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কেউ বিশ্বাসই করতে পারছেন না, এক পিতা এমন নির্মম হতে পারেন!
বিজ্ঞাপন
মা রুমি আক্তার কান্নায় ভেঙে পড়েছেন, আর প্রতিবেশীরা বলছেন, “তোহার মুখের হাসিটা এখনো চোখে ভাসে।”
নিষ্পাপ তোহার হাসি, খেলা আর স্বপ্ন—সবই নিভে গেল এক রাতের অন্ধকারে।








