Logo

৭০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
ঢাকা
৯ নভেম্বর, ২০২৫, ১৪:০৫
৭০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
জনবাণী ডেস্ক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শংকরখালী এলাকা থেকে রফিক কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) ভোরে শংকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বীরিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী আসমা বেগম বলেন, রফিক কবিরাজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরলেন না। কেন তার মৃত্যু হলো—এখনও বুঝতে পারছি না।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রফিক কবিরাজ দীর্ঘদিন তাবলীগ জামাতের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি এলাকার একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে—তা কেউ নিশ্চিত করতে পারেননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

হঠাৎ এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক হওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ জানিয়েছে, সবদিক বিবেচনায় রেখে তদন্ত চলছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD