সিরাজগঞ্জে মঞ্জু হত্যার এক মাস পার হলেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

সিরাজগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঞ্জুর আলম সেখ মঞ্জুকে (৩৭) গত (৯ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
বিজ্ঞাপন
নিহত মঞ্জু বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী কল্পনা খাতুন (৪০) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের ১ মাস পার হলেও মামলার প্রধান আসামি ইউসুফকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে থানা পুলিশ ও দুইজনকে পিবিআই গ্রেপ্তার করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৭০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
অনুসন্ধানে জানা যায়, মুঞ্জু হত্যাকাণ্ডের প্রধান আসামি বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত মতি খন্দকারের ছেলে ইউসুফ আলী।
ইউসুফ বগুড়ায় সিএনজি ড্রাইভার হত্যাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডজন খানেক হত্যা ও মাদক মামলা রয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে রাজধানীর গাবতলীতে ১ লাখ ৬৫ হাজার পিস ইয়াবাসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হন ইউসুফ।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক ইউসুফের ঘনিষ্ঠ আত্মীয় জানান, সাধারণ ছেলে থেকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদকের ডিলার। শুনেছি একাধিক মাদক ও হত্যা মামলার আসামি।
মামলার বাদীর অভিযোগ, এখন পর্যন্ত কি কারণে ১ নং আসামিকে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না তা আমাদের বোধগম্য না। এছাড়া ইউসুফের ভয়ে আমরা বর্তমানে আতঙ্কে রয়েছি।
বিজ্ঞাপন
পিবিআই ইন্সপেক্টর নাজমুল হাসান জানান, মঞ্জু হত্যা মামলাটি তদন্ত চলমান রয়েছে। থানা পুলিশ দুইজন ও আমরা দুইজন আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করছি। মুঞ্জু হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ হত্যাকাণ্ডে গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
প্রধান আসামি ইউসুফের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ইউসুফের নামে একাধিক মামলা রয়েছে।








