Logo

মনিরামপুরে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীর কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
৯ নভেম্বর, ২০২৫, ১৩:১৪
36Shares
মনিরামপুরে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীর কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীরা মাঠে নেমেছেন ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ে।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে রবিবার (৯ নভেম্বর) মনিরামপুরে খানপুর কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব প্রকৌশলী শরিফুজ্জামান খান শরিফ।

সভায় যশোর-৫ মনিরামপুর আসনের সম্ভাব্য প্রার্থী শরিফুজ্জামান খান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আগামী নির্বাচনে আপনারা যদি ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভোট দেন, তাহলে দেশ আবারও উন্নয়ন ও স্বাধীনচেতা রাজনীতির পথে ফিরে যাবে।’

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার শিক্ষা বাজেট বৃদ্ধি ও শিক্ষক কল্যাণে কার্যকর পদক্ষেপ নেবে।

আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুজ্জামান খান শাহিন, সহকারী অধ্যাপক আবুল বাশার, সহকারী অধ্যাপক মো: শাহিন, সহকারী অধ্যাপক মো: ওয়াহিদুর রহমান চঞ্চল, সহকারি অধ্যাপক মো: মহসিন আলী ও সহকারী অধ্যাপক বরুন কুমারসহ বিভিন্ন বিভাগীয় শিক্ষকরা। সভা শেষে সবাই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD