Logo

পূবাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৯ নভেম্বর, ২০২৫, ১৪:২৭
23Shares
পূবাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড খোরাইদ জয়নগর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠেছে তার ২য় স্ত্রী মিম আক্তার এর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ভিকটিম ওই যুবকের নাম আকাশ (২৫), সে গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার জয় নগর গ্রামের তোতা মিয়ার ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে রবিবার (৯ নভেম্বর) ভোরে আকাশ তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাচ্ছিলেন, হটাৎ আকাশের চিৎকারে আসেপাশের লোকজন তার বাড়িতে ছুটে এসে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে আকাশ।

বিজ্ঞাপন

পরে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার ও স্থানীয় লোকজন, চিকিৎসক জানিয়েছেন ধারালো ব্লেডের আঘাতে মারাত্মক জখম হয়েছে আকাশের পুরুষাঙ্গ।

অভিযুক্ত মীম আক্তার বলেন, দুই মাস আগে প্রথম স্ত্রীর কথা গোপন রেখে আমাকে বিবাহ করে । পরে আকাশ আবার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে, বিভিন্ন স্থানে ঘুরতে যায় । দুজন আবার সংসার করবে বলে সিদ্ধান্ত নেয় । মনের দুঃখ ও কষ্টে এ ঘটনা ঘটিয়েছি।

বিজ্ঞাপন

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, অভিযুক্ত আকাশের স্ত্রী মিম আক্তার ও তার মা কে থানায় আনা হয়েছে , অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD