লালমনিরহাটে ১১ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপের চালান জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন ঝাউরানী বিওপি’র টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারতীয় মাদক পাচারের চেষ্টা করছে। পরে টহল দল উত্তর ঝাউরানী এলাকায় অভিযানে গেলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
বিজ্ঞাপন
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে।








