Logo

জামায়াতসহ কয়েকটি দল নির্বাচনকে ভয় পাচ্ছে : প্রিন্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ
৮ নভেম্বর, ২০২৫, ২২:১৯
15Shares
জামায়াতসহ কয়েকটি দল নির্বাচনকে ভয় পাচ্ছে : প্রিন্স
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের মতোই জামায়াতসহ কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে। বিএনপির প্রার্থী তালিকা, নির্বাচন প্রস্তুতি ও জনসমর্থন দেখে তারা ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে দিতে গণভোটসহ নানা ইস্যুকে ইস্যু বানাতে উত্তেজনাকর কথা বলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত।

বিজ্ঞাপন

তারা কিছুদিন পিআর, জুলাই সনদ নিয়ে শোরগোল করার চেষ্টা করেছে। কিন্তু জনসমর্থন না পেয়ে এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য হইচই করছে।

শনিবার ( ৮ নভেম্বর) সন্ধ‍্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট নির্বাচন বানচাল করার প্রজেক্ট। পিআরসহ গণভোটের এই প্রজেক্ট আধিপত্যবাদের সাপ্লাই করা। এই আধিপত্যবাদ পুনরায় আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন করতে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রে যে বা যারা যুক্ত হবে, জনগণ তাদের প্রতিহত করবে। প্রয়োজনে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে একসঙ্গে করতে হবে। এর ব্যতিক্রম বিএনপি ও জনগণ মেনে নেবে না।

আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এবারের মনোনয়ন জনসমর্থন, দল এবং আন্দোলনে ভূমিকা বিবেচনায় দেওয়া হয়েছে। তাই বিএনপির সকল নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।

বিজ্ঞাপন

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, বতর্মান আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান, আবদুল ওয়াহেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD