কোনাবাড়ী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মোরশেদ, সম্পাদক ঝুটন

গাজীপুরের কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আনন্দ টেলিভিশন-এর অজয় সরকার ঝুটন।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) কোনাবাড়ী মেট্রো স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার ঝুটন ও মোঃ তৌফিক ইসলাম। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে অজয় সরকার ঝুটন ১৯ ভোট পেয়ে বিজয়ী হন, আর তৌফিক ইসলাম পান ৫ ভোট। ১৪ ভোটের ব্যবধানে ঝুটন সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন।
বিজ্ঞাপন
এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন কালবেলা প্রতিনিধি মানিক মিয়া। মোট ২৮ জন ভোটারের মধ্যে ২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।








