Logo

নামাজে সময় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৯ নভেম্বর, ২০২৫, ১১:৩২
35Shares
নামাজে সময় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি।

নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক বাবু মিয়া (২৪) উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় কিশোরীর বাবা মসজিদে ছিলেন এবং মা গিয়েছিলেন নদীতে গোসল করতে। এই সুযোগে বাবু মিয়া প্রলোভন দেখিয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েটিকে একটি নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

পরে কিশোরীটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং শারীরিক অক্ষমতার কারণে কথা বলতে না পারলেও হাতে লিখে পরিবারের সদস্যদের পুরো ঘটনার বর্ণনা দেয়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে হতবিহ্বল হয়ে পড়েন।

একজন স্থানীয় প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বাকপ্রতিবন্ধী মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD