Logo

গ্যাস বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ নভেম্বর, ২০২৫, ১৮:২৯
28Shares
গ্যাস বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস বিস্ফোরণের ঘটনায় সামিনা আক্তার (৩৫) নামের ৫ মাসের অন্তসত্তা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ওই গৃহবধূর ৬ বছর বয়সি শিশু কন্যা আহত হয়।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজারে এই ঘটনা ঘটে।

নিহত সামিনা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তিনি আবুতোরাব বাজারে পরিবারসহ একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে।

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলার গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সামিনা ও তার ৫ বছরের শিশু কন্যা আহত হয়। আহত সামিনা অচেতন হয়ে পড়েন।

বিজ্ঞাপন

স্থানীয়রা ধোঁয়ার কুন্ডলী দেখে দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসে এবং আহত ও অচেতন অবস্থায় গৃহবধূ ও তার কন্যা শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে গৃহবধূর মৃত্যু হয়।

নিহতের স্বামী মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় ধম বন্ধ হয়ে সে মারা যায়।

বিজ্ঞাপন

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ‘রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর তথ্য পেয়েছি। নারীর মৃতদেহ তার বাবার বাড়িতে নিয়ে গেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে নারীর বাবার বাড়িতে রওনা দিয়েছেন। সঙ্গে মহিলা পুলিশ আছে। মরদেহের সুরতহাল দেখার পর আইনি পদক্ষেপ নেয়া হবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD