পশুর নদে নিখোঁজ সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলার পশুর নদ থেকে অবশেষে উদ্ধার করা হয়েছে সাবেক নারী পাইলট রিয়ানা আবজালের লাশ। তিন দিন আগে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটির কাছাকাছি নদীর ভাসমান পানিতে তার মরদেহ দেখতে পান কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণে বের হন। দুপুরের দিকে ঢাংমারি খাল এলাকায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে তাদের জালিবোটটি উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন রিয়ানা আবজাল।
আরও পড়ুন: ঝগড়ার জেরে গাছের মগডালে গৃহবধূ অতঃপর...
বিজ্ঞাপন
দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। টানা তিন দিনের চেষ্টার পর সোমবার সকালে তারা রিয়ানার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: শিবচরে ছেলের হাতে বাবার খুন
জানা গেছে, রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। পেশাগত জীবনে তিনি বিমানের সাবেক পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। সম্প্রতি স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমণে এসে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।








