Logo

ঝগড়ার জেরে গাছের মগডালে গৃহবধূ অতঃপর...

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১০ নভেম্বর, ২০২৫, ১২:৩৮
31Shares
ঝগড়ার জেরে গাছের মগডালে গৃহবধূ অতঃপর...
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলায় দাম্পত্য কলহের জেরে রাগ করে আমগাছে উঠে বসেন এক গৃহবধূ। দীর্ঘ সময় ধরে নিচে না নামায় শেষ পর্যন্ত স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তাকে নিরাপদে নামিয়ে আনে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ওই গ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী তামান্নার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগে-অভিমানে তামান্না ঘর থেকে বের হয়ে পাশের ক্ষেতের একটি আমগাছে উঠে বসেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রথমে সবাই বিষয়টিকে সামান্য অভিমান মনে করলেও, দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি নিচে না নামায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। তামান্নার স্বামী মিজানুর রহমান কক্সবাজারের একটি ফার্মে হিসাবরক্ষক হিসেবে চাকরি করেন।

বিজ্ঞাপন

এ সময় কেউ তাকে বোঝানোর চেষ্টা করেন, আবার কেউ এই অভিনব ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে এবং গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কয়েকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রুহিয়া থানার পুলিশ সদস্য সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তারা স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে গৃহবধূকে গাছ থেকে নামিয়ে আনেন। তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ গাছে উঠে বসেছিলেন।

বিজ্ঞাপন

তামান্নার স্বামী মিজানুর রহমান বলেন, প্রায় দশ বছর ধরে সংসারে অশান্তি চলছে। গাছ থেকে নামার পর সে বাবার বাড়ি চলে গেছে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, এটা তাদের পারিবারিক বিষয়। কি আর বলার আছে?

বিজ্ঞাপন

রুহিয়া থানার ওসি একেএম নাজমুল কাদের বলেন, এই ঘটনাটি পারিবারিক কলহ থেকেই সৃষ্টি । তবে এ বিষয়ে কাউকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD