শিবচরে ছেলের হাতে বাবার খুন

মাদারীপুরের শিবচরে ছেলের হাতে বাবার নৃশংস হত্যার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মতি মিয়া (৬৫) ওই এলাকার বাসিন্দা। তাঁর ছেলে ফারুক মিয়া (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ফারুক মিয়া পরিকল্পিতভাবে বাবাকে ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান মতি মিয়া।
বিজ্ঞাপন
খবর পেয়ে শিবচর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ফারুককে আটক করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
স্থানীয় এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।








