Logo

সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে: রাশেদ খাঁন

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৯ নভেম্বর, ২০২৫, ২২:৫৫
11Shares
সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

আমার কাছে মনে হয় সরকারের ভেতরে একটা অদৃশ্য সরকার রয়েছে, যারা মূলত নির্বাচন চায় না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। আমাদের ভেতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদি করতে চায়। তারা চাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে।

বিজ্ঞাপন

রবিবার (০৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহে গণসংযোগ গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে রাশেদ খাঁন দুর্বৃত্তের হামলায় গণঅধিকার পরিষদ হরিণাকুন্ড পৌর শাখার আহ্বায়ক মোকলেছুর রহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিলবোর্ড ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমি রাজনীতির সৌন্দর্য দেখতে চাই। প্রার্থীদের মধ্যে ভালোবাসা দেখতে চাই। আমি দেখতে চাই আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া। আমি এই এলাকার সন্তান। আমি কারো বিষোদ্‌গার করার জন্য এখানে আসি নাই। আমি পুরোনো রাজনীতি করার জন্য এখানে আসি নাই। আমি পরিবর্তনের রাজনীতি করার জন্য এখানে এসেছি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা সম্প্রীতি ও ভালোবাসার রাজনীতি এই ঝিনাইদহে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে, আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা একতাবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা যদি নির্বাচনের আগে নিজেদের সংশোধন করতে না পারি, তাহলে আমি মনে করি আগামী নির্বাচন একটি সাংঘর্ষিক নির্বাচন হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যদি দলগুলো আমাদের সহযোগিতা করে তাহলে বাংলাদেশের ইতিহাসে এটি সেরা নির্বাচন হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD