বগুড়া খ্রিস্টান মণ্ডলীতে উপাসনা পরিচালনা করেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী

বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে পালিত হচ্ছে ‘ওয়াইএমসিএ- ওয়াইডাব্লিউসিএ ওয়ার্ল্ড উইক অফ প্রেয়ার-২০২৫’। ১৯০৪ সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইএমসিএ ও ওয়ার্ল্ড ওয়াইডব্লিউসিএ যৌথভাবে এ প্রার্থনা সপ্তাহ পালন করে আসছে।
বিজ্ঞাপন
রবিবার গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রিস্টান মণ্ডলীর আয়োজনে উপাসনা পরিচালনা করেন মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। এবারের প্রার্থনা সপ্তাহের থিম ‘জয়ন্তী: কর্মে প্রার্থনার ১৫০ বছর’।
ঈশ্বরের প্রতি প্রশংসা, আনন্দ ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে বিশ্বাসকে আরও গভীর ও কার্যকর করে তোলাই বিশ্ব প্রার্থনা সপ্তাহের মূল উদ্দেশ্য।
১৮৭৫ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ড ওয়াইএমসিএ কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় রবিবার থেকে শুরু হবে বিশ্ব প্রার্থনা সপ্তাহ।
বিজ্ঞাপন
পরবর্তীতে ১৯০১ সালে ওয়ার্ল্ড ওয়াইডব্লিউসিএ এই আধ্যাত্মিক যাত্রায় যুক্ত হয়, যার মাধ্যমে বিশ্বব্যাপী খ্রিস্টান ঐক্য, ন্যায়বিচার, শান্তি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
বগুড়া খ্রিস্টান মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, আজ আমরা ঈশ্বরের অশেষ অনুগ্রহ ও করুণায় একত্রিত হয়েছি। প্রার্থনা কেবল মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের ভাষা যার মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে। ভবিষ্যৎ জীবনে সত্যিকারের সুখের নাগাল পেতে হলে প্রার্থনার মধ্য দিয়ে দেহ, মন ও আত্মার সমন্বয় ঘটিয়ে প্রভু যীশুর নৈকট্য অর্জন করতে হবে।
বিজ্ঞাপন
প্রভুর নিকট যেতে হলে আমাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন, পূর্ণতা, আশা, দায়িত্ববোধ, মর্যাদা, ঐক্য ও বংশাবলীর শিক্ষা জানতে ও অনুশীলন করতে হবে।
আমরা প্রভু যীশু খ্রিস্টান দাস মাত্র। মানবজাতি বারবার পাপে পতিত হয়েছে, তবুও প্রভু যীশু তাদের ক্ষমা করেছেন। ঈশ্বরের পথে আসার জন্য তিনি নিজেই আমাদের নানা সুযোগ প্রদান করেন। কিন্তু মানুষ যদি সেই সুযোগগুলো কাজে না লাগায়, তবে তার জীবন অভিশপ্ত হয়ে পড়ে। তাই এখনই আমাদের উচিত ঈশ্বরের পথে ফিরে এসে জীবনকে সার্থক ও কল্যাণময় করে তোলা। প্রভু যীশু সম্পর্কে সত্যিকারভাবে জানতে হলে আমাদের প্রত্যেকেরই পবিত্র বাইবেলের শিক্ষা গভীরভাবে অধ্যয়ন ও অনুসরণ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
উপাসনায় খ্রিস্টান ধর্মাবলম্বীর নারী-পুরুষ অংশ নেয়। বিশ্ব প্রার্থনা সপ্তাহ ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।’








