Logo

উখিয়া বাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট, নিহত ১

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১০ নভেম্বর, ২০২৫, ১৬:৩১
11Shares
উখিয়া বাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট, নিহত ১
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে উখিয়া উপজেলা সদরে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ইতিমধ্যে আগুন দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ স্টেশনের একরাম মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকালে পৌনে ৫টা পর্যন্ত) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানান, উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা।

তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে ডলার ত্রিপুরা বলেন, বিকালে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহুর্তে আগুন ছড়িয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ২ টি এবং কক্সবাজার স্টেশন থেকে ১ টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তথ্য দিয়ে তিনি বলেন, আগুনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানা স্থাপনা পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণের আসার পর ক্ষয়ক্ষতি সহ ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান ডলার ত্রিপুরা।

এদিকে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে আগত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD