জামিন পেলেও নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এতে হাইকোর্ট থেকে জামিন পেলেও তার মুক্তির পথ আবারও বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা মামলায় রবিবার (৯ নভেম্বর) রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ৯ নভেম্বর হাইকোর্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচ মামলায় জামিন পান আইভী। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সব মামলায় জামিন পেলেও নতুন করে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর কারণে আইভীর মুক্তি স্থগিত হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
বিজ্ঞাপন








