Logo

তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনীতি চালু করবো: স্নিগ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১০ নভেম্বর, ২০২৫, ২৩:০২
3Shares
তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনীতি চালু করবো: স্নিগ্ধ
ছবি: সংগৃহীত

মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনীতি এই দেশে চালু করবো। যে রাজনীতি হবে সৌহার্দ্যমূলক, অংশগ্রহণমূলক এবং তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য। বিএনপির সকল নেতাকর্মীদের আমাদের এই কর্মযজ্ঞে পাশে পাবো এবং আপনারা সারা দেশবাসীকে সাথে নিয়ে তরুণদের রাজনীতিতে যুক্ত করবেন বলে আশা করি।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের স্থানীয় একটি রেস্তোরার হলরুমে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় স্নিগ্ধ এসব কথা জানান।

তিনি আরও বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের রাজনৈতিক-সাংস্কৃতিক একটি পরিবর্তন খুবই প্রয়োজন। গত ১৭ বছর ধরে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনৈতিক সংস্কৃতিকে একেবারে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। যেন নিজেরা সব সময় ক্ষমতায় থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি তরুণদের রাজনীতির ভাবনার বিষয়ে বলেন, খুনি হাসিনা এই রাজনীতিকে মারামারি-হানাহানির জায়গা মনে করে। যার ফলে আমাদের তরুণরা সারা জীবন রাজনীতি বিমুখ ছিল। এই খুনি শেখ হাসিনার কারণেই আজকে আমরা দেখতে পাই, তরুণরা রাজনীতিকে একটি নোংরা জায়গা মনে করে। তারা রাজনীতি না করে, দেশের কাজে নিয়োজিত না হয়ে- দেশের বাইরে চলে যায়।

মীর স্নিগ্ধ বলেন, আমাদেরকে এই ফ্যাসিবাদ থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যার মাধ্যমে তরুণরা নিজেদের মতো রাজনীতিতে যুক্ত হয়ে, দেশের অবদানে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে।

বিজ্ঞাপন

স্নিগ্ধ আরও বলেন , বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সারা দেশবাসীর কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কিভাবে আপোসহীন থাকতে হয়। বিএনপির প্রতিটি নেতাকর্মী গত ১৭ বছর ধরে শত অন্যায় সহ্য করেও আপোসহীন থেকেছেন, সেই হাসিনা লীগের সাথে কোনো রকম আপোস করেনি। আপনাদের আপোসহীন থাকার কারণেই আজকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশ আমরা সবাই একসাথে মিলে গড়ব।

এই সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিন খানসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD