Logo

নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চান ঝিকরগাছার নবাগত ইউএনও রনী খাতুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
যশোর
১১ নভেম্বর, ২০২৫, ১৬:২৯
41Shares
নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চান ঝিকরগাছার নবাগত ইউএনও রনী খাতুন
ছবি প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোছা. রনী খাতুন।

বিজ্ঞাপন

বিদায়ী ইউএনও ভুপালী সরকার দায়িত্ব হস্তান্তর করার পর তিনি গত রবিবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরদিন সোমবার (১০ নভেম্বর) থেকে তিনি চলতি দায়িত্বে কাজ শুরু করেন।

এর আগে ২০২৪ সালের ১৪ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ অক্টোবর পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। ৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণের পর তিনি ঝিকরগাছায় যোগ দেন।

বিজ্ঞাপন

কর্মজীবনের শুরুতে রনী খাতুন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজশাহী কালেক্টরেটে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০২০–২২ মেয়াদে নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং ২০২২–২৪ মেয়াদে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

শ্যামনগরে দায়িত্বকালীন সময়েই তিনি জনস্বার্থে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-শ্যামনগর পৌরসভার সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ভাগাড় নির্মাণ, ‘যমুনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা, এবং সুন্দরবন সংলগ্ন মালঞ্চ ও খোলপেটুয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

এছাড়া, রাজনৈতিক সংঘর্ষের সময় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সংঘর্ষ নিয়ন্ত্রণে এগিয়ে এসে তিনি মানবিক ও সাহসী প্রশাসক হিসেবে দেশজুড়ে আলোচিত হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নবাগত ইউএনও রনী খাতুন বলেন - আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে, আমি সকলের সহযোগিতায় তা পালন করতে চাই। এই উপজেলার উন্নয়নের ধারাকে আরও বেগবান করার পাশাপাশি নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করতে চাই।

ঝিকরগাছার উন্নয়ন, প্রশাসনিক সেবা ও নাগরিক কল্যাণে নতুন এই ইউএনওর আগমন স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চান ঝিকরগাছার নবাগত ইউএনও রনী খাতুন