Logo

ঘরের ভেতর তৈরি করা ‘গোপন সুড়ঙ্গে’ লুকিয়ে থাকত যুবলীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১১ নভেম্বর, ২০২৫, ১৭:২৫
79Shares
ঘরের ভেতর তৈরি করা ‘গোপন সুড়ঙ্গে’ লুকিয়ে থাকত যুবলীগ নেতা
ফাইল ছবি।

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘরের নিচে ‘বিশেষভাবে নির্মিত’ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ফজরের নামাজ পড়েই খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পরপরই অভিযান শুরু করা হয়। তবে ঘরে তাকে পাওয়া গেল না। পরে ঘরের টাইলসের নিচ দিয়ে তৈরি করা একটি আন্ডারগ্রাউন্ডের সন্ধান মেলে। সেই আন্ডারগ্রাউন্ডের এক সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি পালন করে আসছিল খোকন। পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিল সমানতালে। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘সে অত্যন্ত দুর্র্ধষ। কৌশলী ভূমিকা পালন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছিল। তার গতিবিধি নজরদারির মধ্যে দিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD