Logo

‘লার্ন টু আর্ন’ প্রকল্পে শেরপুরে ১৪ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১১ নভেম্বর, ২০২৫, ২০:২০
19Shares
‘লার্ন টু আর্ন’ প্রকল্পে শেরপুরে ১৪ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ বিতরণ
ছবি প্রতিনিধি।

তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘প্রোগ্রেসিভ থ্রো ইনোভেশন সোসাইটি (PI)’ পরিচালিত ‘লার্ন টু আর্ন’ প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরে ১৪ জন প্রশিক্ষণার্থীর হাতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাপটপগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নুল আবেদিন, ফজলে নাসিম খান (ইউএসএ), ট্রেজারার ড. মোল্লা আজফারুল হক, এবং সংস্থার নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘লার্ন টু আর্ন’ প্রকল্প তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্যপ্রযুক্তিভিত্তিক এই প্রশিক্ষণ দেশের গ্রামীণ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলায় ১৪ জন তরুণ-তরুণীকে ৩ মাস মেয়াদী ‘কম্পিউটার ও ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরবর্তী ৩ মাস তাদের জন্য মেন্টরিং সহায়তা অব্যাহত থাকবে, যাতে তারা বাস্তব ফ্রিল্যান্সিং কার্যক্রমে যুক্ত হতে পারেন। প্রশিক্ষণপ্রাপ্তদের উৎসাহ দিতে তাদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেটও দেওয়া হয়।

সংস্থার কর্মকর্তারা জানান, প্রকল্পের মূল লক্ষ্য হলো ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দক্ষতার মাধ্যমে আত্মনির্ভর ও কর্মক্ষম করে তোলা। এর ফলে তারা নিজেদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারেও আর্থিকভাবে সহায়তা করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রোগ্রেসিভ থ্রো ইনোভেশন সোসাইটি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ইংরেজি ও গণিত দক্ষতা উন্নয়ন, ডিজিটাল স্কিল ট্রেনিং এবং সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সংস্থাটি অফিস দক্ষতা উন্নয়ন কোর্স, কম্পিউটার সাক্ষরতা কার্যক্রম, “এসো একুশকে জানি” বইপড়া প্রতিযোগিতা, সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং আন্তর্জাতিক নারী দিবস উদযাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD