বিএনপির অবরোধে স্থবির ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজগেইট এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন করে ৬টি সংসদীয় আসন সংযোজনের প্রস্তাবনা থাকলেও সম্প্রতি হাইকোর্টের রায়ে সেই আসনগুলো বাতিলের সিদ্ধান্ত আসে। এই রায়ের প্রতিবাদে এবং গাজীপুর-৬ আসন বহালের দাবিতে বিএনপির নেতাকর্মীরা সকালে টঙ্গী এলাকায় মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং স্লোগান দেন রায় পুনর্বিবেচনার দাবিতে।
বিজ্ঞাপন
বিক্ষোভের কারণে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীবাহী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে, ফলে বিপাকে পড়ে সাধারণ মানুষ ও যাত্রীরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, টঙ্গী কলেজগেইট এলাকায় বিএনপির নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এর ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এ সময় পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ধামরাইয়ে এনসিপির মনোনয়ন ফর্ম নিলেন মুকুল
উল্লেখ্য, গাজীপুর-৬ আসন নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সম্প্রতি। আসনটি বহাল রাখার দাবিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন। হাইকোর্টের রায় প্রত্যাহার এবং আসন পুনর্বহালের দাবিতে তারা আপিলও করেছেন। তবে এরই মধ্যে ওই রায় ঘিরে উত্তেজনা বাড়ছে গাজীপুরজুড়ে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।








