Logo

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
ঢাকা
৯ নভেম্বর, ২০২৫, ১৬:৪২
26Shares
বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

গাজীপুরের সাভারস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপি কর্তৃক পরিচালিত এ প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা বিকেএসপির প্রথম ব্যাচের উদ্বোধনের মধ্য দিয়ে তিনি প্রকল্পটির সূচনা ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং বিকেএসপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রকল্পের আওতায় জুডো, কারাতে, তায়কোয়নডো এবং এয়ার গান শ্যুটিং বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য—যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক সক্ষমতা ও ভারসাম্য অর্জন, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ চর্চা এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা।

অনলাইন নিবন্ধনের মাধ্যমে ‘ফাস্ট কাম ফাস্ট সার্ভ’ ভিত্তিতে নির্বাচন করা অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী ন্যূনতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ বাংলাদেশের নাগরিকরা। অংশগ্রহণকারীরা ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

তিন বছর মেয়াদে মোট ১১৪টি ব্যাচে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে—যার মধ্যে ১০২টি ব্যাচে ৮২৫০ জন যুবক এবং ১২টি ব্যাচে ৬০০ জন যুবতী। প্রশিক্ষণ চলাকালে আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মহাপরিচালক প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু পরিদর্শন করান।

বিজ্ঞাপন

ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রকল্প সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD