বোয়ালখালীতে আমন ধানের মাঠ পরিদর্শন

চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০৩ ও ৮৭ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যেগে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকার কৃষক মঞ্জুর মোর্শেদ ও পূর্ব আমুচিয়া এলাকার কৃষক এস এম বাবর এর জমিতে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
এ সময় বৃত্তাকার পদ্ধতিতে ২০ বর্গমিটার আয়তনের ধান কেটে ময়েসচার মিটারের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করে হেক্টর প্রতি ফলন নির্ণয় করা হয়। শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (অ:দা:) কল্পনা রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন দেখা যায়।
বোয়ালখালী উপজেলায় চলতি আমন মৌসুমে ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ১৫টি এবং পার্টনার প্রকল্পের আওতায় ২টি প্রদর্শনী দেওয়া হয়েছে।
আবহাওয়া অনুকূল থাকায় ধানের ভাল ফলন হয়েছে। শুরু থেকে কৃষকদের প্রণোদনার সার, বীজ দেয়া সহ মাঠ পর্যায়ে
বিজ্ঞাপন
সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ। এখন ৮০% পেকে গেলে ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেন এ কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, লক্ষণ কুমার কারন, কৃষক এস এম বাবর ও মঞ্জুর মোর্শেদসহ অন্যান্য কৃষকেরা।








