Logo

চট্টগ্রামে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৩ নভেম্বর, ২০২৫, ১৭:৩১
33Shares
চট্টগ্রামে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করার অধিকার ও সমান করনীতির দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো: আরিফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: সেলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি রায়হান পারভেজ, সালাউদ্দিন অপু, যুগ্ম সম্পাদক দীপঙ্কর দত্ত রনি, খোকন মিয়া, সহসাধারণ সম্পাদক দেলোয়ার ও সাংগঠনিক সম্পাদক আকিল রবসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুণ্ডি লেইন বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল, সাবেক সভাপতি আবু তালেব এবং সহসভাপতি আলহাজ্ব সেলিম ও বজলুল রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আমদানিকৃত মোবাইল পণ্যে ৫৭ শতাংশ কর আর দেশীয় উৎপাদনে মাত্র ৭.৫ শতাংশ কর আরোপ করা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক ও অযৌক্তিক সিদ্ধান্ত।

তাদের দাবি, এই অস্বাভাবিক কর আরোপের ফলে আমদানিনির্ভর ব্যবসা হুমকির মুখে পড়েছে, বাজারে মোবাইল ফোনের দাম বেড়ে যাচ্ছে এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

বক্তারা সরকারের কাছে সমান করনীতি প্রণয়ন ও বৈধ ব্যবসা টিকিয়ে রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD