Logo

বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা, স্ত্রী আহত

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৩ নভেম্বর, ২০২৫, ১৭:৪১
46Shares
বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা, স্ত্রী আহত
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক মর্মান্তিক ঘটনায় বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (২০)কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করেছে। আটক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, নিহত যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহত তার মা তাসমিন নাহারকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD