Logo

২০২৯ সালে নির্বাচন হবে এমন বক্তব্য ‘ফ্যাসিবাদী আওয়াজ’: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী
১১ নভেম্বর, ২০২৫, ২১:৩৫
18Shares
২০২৯ সালে নির্বাচন হবে এমন বক্তব্য ‘ফ্যাসিবাদী আওয়াজ’: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কথা এবং ২০২৯ সালে নির্বাচন হবে এমন প্রস্তাবগুলো ফ্যাসিবাদী কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদী আওয়াজের প্রকাশ।

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন তুলেছেন, কেনো এই ধরনের কথা বলা হচ্ছে? এটি জনমনে অযাচিত বিভ্রান্তি ও রহস্য সৃষ্টি করছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন, সবাই মিলিত হয়ে একটি নির্দিষ্ট দিনে নির্বাচন এবং গণভোট নিশ্চিত করতে হবে। এতে জুলাই সনদের আইনগত স্বীকৃতি মেলে এবং জনগণ যাদের ভোট দিবে, তারা সরকার গঠন করবে। কিন্তু আগে থেকেই এত হইচই এবং বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, এতে ফ্যাসিস্টদের পুনরুত্থান ঘটতে পারে। গণতান্ত্রিক শক্তি যদি সজাগ না থাকে, তাহলে জাতির ভবিষ্যৎ ভালো হবে না।

রিজভী তার বক্তব্যে ১৯৭২ সালের পর থেকে জাতীয় পরিচয় ও জাতীয়তাবাদের ইতিহাস সম্পর্কেও আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা দিয়ে বিভ্রান্তি নিরসন করেছিলেন, যা পূর্বে বিতর্কের সৃষ্টি করেছিল।

আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু’র নির্বাচিত প্রার্থীরা বিশেষ করে ভিপি, জিএস ও এজিএস পদগুলোতে অতীতের ফ্যাসিবাদী প্রভাব দেখা গেছে। অন্য ছাত্র সংগঠনগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতি করায় আগে নির্বাচনে অংশ নিতে পারেনি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরণের প্রভাব এখনও আছে। তবে ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পক্ষে ন্যায় ও গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, অনিয়মপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে আমরা প্রত্যাশিত ফলাফল না পেলেও তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে। ছাত্রদল অতীতে সকল অন্যায় ও জুলুমের প্রতিবাদ করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে; এতে ১৪২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন।

সভায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী।

বিজ্ঞাপন

রিজভীর মন্তব্যের আগে, রাজধানীর পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছিলেন, সংবিধান অনুযায়ী গণভোট না হলে জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৯ সালে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD