Logo

আ.লীগের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১১ নভেম্বর, ২০২৫, ১৯:০৬
39Shares
আ.লীগের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, তাঁরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন এবং ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা তুলে নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে, আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দিল্লি পালিয়েছেন। দিল্লিতে গিয়েও তিনি শান্তিতে নেই, বরং বাংলাদেশের মানুষকে আরও অত্যাচার-নির্যাতন করার পরিকল্পনা করছেন।

তিনি লকডাউন ঘোষণার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে বলেন, ১৩ তারিখে বলে লকডাউন হবে। তার কারণে অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস পুড়িয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আরে ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করছো, শেষ পর্যন্ত পারছো? পারো নাই।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আর পাগলামি করবেন না। অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখিয়ে পারবেন না। বরং জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান, বলেন- যা করেছি ভুল করেছি। ছেলেগুলোকে গুলি করে মেরেছি। আমাকে মাফ করে দেবেন।

বিজ্ঞাপন

জামায়াত ও কয়েকটি দলের পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ও গণভোটের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল তাঁর দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD