Logo

‘যারা জুলাই বিপ্লবকে মানবেন না, তাদের কোনো নির্বাচন নেই’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৭:৫৭
39Shares
‘যারা জুলাই বিপ্লবকে মানবেন না, তাদের কোনো নির্বাচন নেই’
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যারা জুলাই বিপ্লবকে মানবেন না, তাদের ২০২৬ সালের কোনো নির্বাচন নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের যৌথ সমাবেশে এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আমাদের দাবি খুবই সুস্পষ্ট। জুলাই জাতীয় সনদকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই। নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পাঁচ দফা দাবির পূরণ হচ্ছে সমাবেশের মূল উদ্দেশ্য।

তিনি মনে করিয়েছেন, গণভোটের ব্যাপারে সব দল একমত হয়েছে। তাই তারিখ নিয়ে দ্বিমত হওয়ার কোনো যুক্তি নেই। গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি তৈরি হবে এবং এরপর জাতীয় সংসদ নির্বাচন হবে, যা সম্পূর্ণ বৈধ ও নিরপেক্ষ হবে।

জামায়াত আমির আরও বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি বলেন, এ নিয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে না। জনগণের দাবি আদায় করা আমাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

বিএনপির উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদকে সম্মান করুন। গণতন্ত্র ও জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করলে নির্বাচনে শ্রদ্ধা দেখানো কেমন হবে?

তিনি শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে সবাইকে আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আট দলের নেতৃবৃন্দ সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে বসবেন এবং শিগগিরই বিস্তারিত ঘোষণা করা হবে। সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

ডা. শফিকুর রহমান সমাবেশে উপস্থিত সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই দাবি কোনো দলের নয়, জনগণের, বিপ্লবের এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD