আমার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তাঁর বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে প্রচার করেছে কিছু গণমাধ্যম। তিনি বলেন, আওয়ামী লীগকে ঘিরে দেওয়া তাঁর বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ১১ নভেম্বর ২০২৫ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে ব্যাখ্যা করে প্রচার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞাপন
তিনি ব্যাখ্যা করে বলেন, আমি আমার বক্তব্যে বলেছি—আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করব না। আমি আরও বলেছি, এই ইউনিয়নে যদি হয়রানিমূলক কোনো মামলা থাকে, তা আমরা প্রত্যাহার করব।
তবে মির্জা ফখরুল স্পষ্ট করে জানান, দেশব্যাপী মামলা প্রত্যাহার বা সব মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি। অথচ কিছু গণমাধ্যম আমার বক্তব্য এমনভাবে উপস্থাপন করেছে, যেন আমি জাতীয় পর্যায়ে মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছি। যা সম্পূর্ণ ভুল।
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদন নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের জনগণ ও বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করছি, এই বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করবেন না। প্রকৃত বক্তব্য জানতে অফিসিয়াল বিবৃতি ও নির্ভরযোগ্য সূত্রের দিকে নজর দিন।







