Logo

গোপালগঞ্জে আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন এক নেতা

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৭ নভেম্বর, ২০২৫, ২৩:৩৬
13Shares
গোপালগঞ্জে আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন এক নেতা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, ‘বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ (সোমবার) থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

গোপালগঞ্জে আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন এক নেতা