Logo

‘দূর্যোগ ব্যবস্থাপনা তহবিলের জন্য বিশেষ অর্থ সংগ্রহের প্রক্রিয়া চলছে’

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৮ নভেম্বর, ২০২৫, ১৫:০৩
15Shares
‘দূর্যোগ ব্যবস্থাপনা তহবিলের জন্য বিশেষ অর্থ সংগ্রহের প্রক্রিয়া চলছে’
ছবি: প্রতিনিধি

দূর্যোগ ব্যবস্থাপনা তহবিলের জন্য বিশেষ অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমানে ৮০ লাখ স্বেচ্ছাসেবক রয়েছেন। যারা দেশের নানা দূর্যোগ সহ বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে থাকেন। দূর্যোগকালিন সময়ের এসব স্বেচ্ছাসেবকদের জন্য আরও নানা সরঞ্জাম, প্রযুক্তি নির্ভর মাধ্যম পৌঁছানো গেলে দূর্যোগকালিন ক্ষয় ক্ষতি আরও কমানো যাবে। তার জন্যই জেলা ভিত্তিক শত কোটি টাকার অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ‘ভূমিধস বিষয়ক স্বেচ্ছাসেবক মডেল ও মহড়া শীর্ষক জাতীয় পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ আয়োজিত কর্মশালায় বান্দরবান ও কক্সবাজার জেলার ২ শত স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন। কারিতাস বাংলাদেশের পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. রাসেল সাবরিন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব অসীম চন্দ্র বণিক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুল ইসলাম, বিডিআরসিএস এর যুব ও স্বেচ্ছাসেবা বিভাগের পরিচালক সাবিনা ইয়াসিন।

শুরুতে প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন কারিতাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মারজাহারুল ইসলাম আশি, স্বেচ্ছাসেবকদের কর্ম পরিধি জানান সংস্থার চট্টগ্রাম বিঅগীয় পরিচালক মার্সেল রতন গুদা।

বিজ্ঞাপন

এতে ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD