বাউফলে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

আসছে আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী -২ বাউফল আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ও জনমনে দেখা দিয়েছে আনন্দের জোয়ার।
বিজ্ঞাপন
এবারে সংসদ নির্বাচনে কে হচ্ছেন পটুয়াখালী -২ বাউফল আসন থেকে সংসদ সদস্য ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা। এই নিয়ে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট মার্কেট শপিং মল সহ বিপনি বিতান গুলোতে চলছে ভোটের হাওয়া।
এই আসনে ভোটের পোষ্টারে বিল বোর্ড ছেয়ে গেছে। চলছে মিছিল সভা সমাবেশ সহ গণসংযোগ। এ যেন অন্যরকম পরিবেশ। দীর্ঘ ১৫ বছর পর সাধারণ ভোটাররা এবার ভোট দিতে পারবে বলে ভোটারদের মনেও চলছে আনন্দ উল্লাস।
বিজ্ঞাপন
পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ এ আসনে মোট ১১৫টি ভোট কেন্দ্রের ৬৩৮টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বাউফল আসনে মোট ৩ লাখ ১১ হাজার ৩২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৯ শত ৬৮ জন পুরুষ ও ১লাখ ৫৩ হাজার ৬৩ জন মহিলা এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব পুলিশ, আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এই আসনে ইতোমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে।
বিজ্ঞাপন
এর মধ্যে জামায়াতে ইসলামি (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের জামায়াতের সেক্রেটারী ডা. শফিকুল ইসলাম মাসুদ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনীত প্রার্থী এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। তবে এ আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি।
মাঠে ধানের শীষের নির্বাচনী প্রচারনা শুরু করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার, সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (লিটু)।
বিজ্ঞাপন
হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দিতা করবে মুফতি আব্দুল মালেক আনসারি, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা তিনি দেওয়াল ঘড়ি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণ অধিকার পরিষদের বাউফল উপজেলা সভাপতি মোঃ হাবিব ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দিতা তরবে।
ভোটারদের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রার্থীর মধ্যে। এই দুই পক্ষের মধ্যে ভোটযুদ্ধ হবে বলে স্থানীয়দের অভিমত।








