Logo

শেরপুরে মা–শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১৮ নভেম্বর, ২০২৫, ১৪:৫৯
17Shares
শেরপুরে মা–শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার অ্যান্ড চাইল্ড বেনেফিট প্রোগ্রাম (SIMCBP)” প্রকল্পের আওতায় মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপপরিচালক (অঃ দাঃ),মহিলা বিষয়ক অধিদপ্তর,বগুড়া তাঞ্জিমা আখতার।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, অগ্রণী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক শামসুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাওহীদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ কাফিসহ পৌরসভা কমিটির সদস্যবৃন্দ এবং মা–শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগী নারীরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বক্তারা মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, ভাতা প্রদান পদ্ধতি, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, ভোগান্তি হ্রাস ও কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন। এ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণও প্রদান করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD