Logo

সড়কের পাশে সন্তানের জন্ম, শিশুকে রেখে উধাও মা

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১৯ নভেম্বর, ২০২৫, ১৫:০৩
9Shares
সড়কের পাশে সন্তানের জন্ম, শিশুকে রেখে উধাও মা
ছবি প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়কের পাশে এক নবজাতক জন্ম নেওয়ার ঘটনা ঘটেছে। নবজাতককে তার মা অজ্ঞাত পরিচয়ে রেখে চলে যান, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আনুমানিক ৩০ বছর বয়সী গর্ভবতী মহিলা আকস্মিক প্রসব ব্যথা অনুভব করলে বাজারের পাশে ফুটফুটে এক ছেলে শিশুর জন্ম হয়। খবর পেয়ে এলাকাবাসী প্রথমে নবজাতক ও মাকে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যান। পরে আর্থিক অবস্থার কারণে মালয়েশিয়া প্রবাসী ফজলুর করিমের স্ত্রী আনোয়ারা খাতুন তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় ও সেবা-যত্ন দেন।

বিজ্ঞাপন

কিছুক্ষণ পর ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় বা বাড়ির ঠিকানা সঠিকভাবে দিতে না পেরে বিভিন্ন গ্রামের নাম বলতে থাকেন। এমনকি পরিবারের কারো মোবাইল নম্বরও দেননি। একপর্যায়ে তিনি নবজাতককে রেখে চলে যান।

প্রবাসীর স্ত্রী আনোয়ারা খাতুন বলেন, আমি খবর পেয়ে সেখানে গিয়ে মা ও সন্তানকে আমার বাড়িতে নিয়ে আসি। সেবাযত্ন করি। কিন্তু ওই মহিলা নিজের নাম, ঠিকানা কিছুই ঠিকভাবে বলেনি। শেষ পর্যন্ত বললাম, আপনি যদি বাচ্চা নিতে না চান তাহলে আমাকে দিয়ে যান। তখন তিনি সন্তানকে আমাকে দিয়ে বলেন আপনি আমার বড় বোনের মতো উপকার করলেন, মাঝে মাঝে দেখতে আসবো।

নবজাতক বর্তমানে মধুপর গ্রামের ওই প্রবাসী পরিবারের কাছেই রয়েছে। সেদিন রাত ৮টার দিকে তারা শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তন্নি জানান, শিশুটি সুস্থ আছে। ওজন ২ কেজি ৮০০ গ্রাম। ভর্তি করার প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, ওই নারী স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সুরাব হোসেন এর পরিচিত হতে পারেন। তবে সুরাব হোসেন বলেন, শিশুটি জন্ম নেওয়ার সময় সেখানে ছিলাম, কিন্তু আমি ওই নারীকে চিনিনা।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার বিষয়ে প্রথমবার শুনলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সড়কের পাশে সন্তানের জন্ম, শিশুকে রেখে উধাও মা