গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে একটি কয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ৯টি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
অগ্নিকাণ্ডের কারণে ওই এলাকার সড়কে যান চলাচলে বিঘ্ন তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
এর আগে ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় এই কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।








