শ্রীপুরে ঝুট গুদামে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার মাওনা–শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎই সারোয়ার হোসেনের মালিকানাধীন ঝুট গুদাম থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। পরে মোট চারটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডে গুদামের সব ঝুট মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং গুদামে থাকা তিনটি গরু মারা গেছে বলে জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিজ্ঞাপন








