স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিভে গেল ছোট্ট প্রাণ

যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ায় রিপনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত শিশু শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। শিশুটি যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। সকালে বড় ভাইয়ের সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সাইকেলটি চালাচ্ছিল বড় ভাই। সাইকেলের পিছনে বসে থাকা অবস্থায় সিমেন্টবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে সাইকেলে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন

ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা কিছুতেই মেনে নিতে পারছেন না যে আরাফাত আর নেই।








